সিদ্ধেশ্বর মন্দিরের পরিদর্শনে আর্কিওলজিক্যারল সার্ভে অফ ইণ্ডিয়া।

সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- বুধবার বরাকরের সিদ্ধেশ্বর মন্দিরের সংস্কার সাধনের জন‍্যে পরিদর্শনে এলেন আর্কিওলজিক‍্যাল সার্ভে অফ ইণ্ডিয়ার আধিকারিক রাজেন্দ্র প্রসাদ যাদব। তিনি এদিন মন্দির সহ সংলগ্ন এলাকা পরিদর্শন করেন। তার সাথে উপস্থিত ছিলেন কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার। তিনি সংবাদ মাধ‍্যমকে বলেন, সিদ্ধেশ্বর মন্দির এলাকায় অষ্টম শতাব্দির একটি মন্দির ও দুটি একাদশ শতাব্দির সুপ্রাচীন মন্দির রয়েছে।

যেগুলি দীর্ঘদিনের অবস্থানে জীর্ণ হয়ে পড়েছে। একই সাথে মন্দির সহ সংলগ্ন এলাকায় নিকাশি ব‍্যবস্থার সুব‍্যবস্থা নেই। এর ফলে বর্ষায় জল ঢুকে মন্দির সংলগ্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়। সুপ্রাচীন মন্দিরগুলিকে পুনরুদ্ধারের জন‍্যে ও তার হৃতগৌরব ফিরিয়ে আনার প্রয়োজনে মন্দিরগুলির সংস্কারের প্রয়োজন রয়েছে। কাজ শুরু হলে মন্দিরের ভিতরের কাজ আগামী মার্চের মধ‍্যে সেরে ফেলা হবে।

একইসাথে আগামীদিনে জেলাশাসক ও মেয়রের সাথে আলোচনার মাধ‍্যমে এই অঞ্চলের নিকাশি ব‍্যবস্থার সমাধান করা হবে। আগে বরাকর নদী তীরবর্তী অঞ্চলে এই মন্দির গড়ে উঠলেও এখন নদী অনেকটাই দূরে সরে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *