ব্যাঁটরায় ব্যবসায়ীর ১১ লক্ষ টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার বেড়ে দুই। এখনো পর্যন্ত উদ্ধার ২ লক্ষ টাকা।
হাওড়াঃ- ভরদুপুরে হাওড়ার ব্যাঁটরা থানা এলাকার বেনারস রোডে প্রকাশ্য রাস্তায় ব্যবসায়ীর ১১ লক্ষ টাকার ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় ধৃত আরও ১। এখনো পর্যন্ত এই ঘটনায় ধৃত মোট ২। দুষ্কৃতি দলের বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। গত ১৯ জুন দুপুর ১-৫০ নাগাদ ওই ঘটনা ঘটে। প্রকাশ্য রাস্তায় ব্যবসায়ীর ১১ লক্ষ টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালায় সশস্ত্র দুষ্কৃতিরা। অনেকটা হিন্দি সিনেমার চিত্রনাট্যের মতো বাইকে চেপে এসে দুষ্কৃতিরা লুট করে নিয়ে পালায় টাকা ভর্তি ওই ব্যাগ। আগ্নেয়াস্ত্র দেখিয়ে পিস্তলের বাট দিয়ে মাথায় মেরে ব্যাগ ছিনিয়ে নিয়ে পালায় দুষ্কৃতী দলটি। ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রথমেই সন্দেহজনক এক ব্যক্তিকে (দিলীপ প্রসাদ ওরফে মামা) গ্রেপ্তার করে। তার কাছ থেকে প্রায় ২ লক্ষ টাকা উদ্ধার হয়। এরপর দিলীপ প্রসাদকে জেরা করে সোমবার রাতে অজয় রাউত(২৭) নামের আরও একজনকে পুলিশ বারুইপুর থেকে গ্রেপ্তার করে। মঙ্গলবার হাওড়া সিটি পুলিশের ডিসিপি (সেন্ট্রাল) কে. শবরী রাজ কুমার এক সাংবাদিক বৈঠকে জানান, ব্যবসায়ী রাজেন্দ্র পন্ডিত ব্যাঁটরা থানায় ঘটনার পর এফআইআর করেন। সেই ঘটনার তদন্তে নেমে আমরা এখনো পর্যন্ত ২ জনকে গ্রেপ্তার করেছি। ২ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। টাকা ছিনতাইয়ের ঘটনায় দুষ্কৃতকারীদের পুরো গ্যাং এর হদিস আমরা পেয়েছি। তাদের কি প্ল্যানিং ছিল তাও জানতে পেরেছি। বাকিদের খোঁজ চলছে। বাকি টাকা এবং ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।