বয়স ৯০, জীবনের শেষ প্রান্তে এসে না পেলেন বার্ধক্য ভাতা, না পেলেন কোন সরকারি পরিষেবা।
পশ্চিম মেদিনীপুরঃ- কোন রকমে দিনাতিপাত করছেন ঘাটাল কাটান গ্রামের বাসিন্দা সবিতা পন্ডিত। তার মেয়ের অভিযোগ এ বিষয়ে বহুবার স্থানীয় পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত প্রধানকে বলা সত্ত্বেও কোনও পরিষেবা পাওয়া যায় নি। অবশ্য প্রতিশ্রুতি পাওয়া গিয়েছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি। দিনকয়েক বাদে পঞ্চায়েত নির্বাচন। যথারীতি শাসক দল বা বিরোধী দল ভোট চাইতে আসবেন।
আবার পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে বড় ছোট মাঝারি নেতাদের তিনি বলবেন, যাতে তার মা ন্যূনতম বার্ধক্য ভাতাটুকু অন্তত পান। তিনি জানান যে, তার ভাই তৃণমূল কংগ্রেসের কর্মী কিন্তু তা সত্বেও কিছু পরিষেবা পায়নি মা। এ ব্যপারে পঞ্চায়েত সদস্য সংকর পাল বলেন দুয়ারে সরকার ক্যাম্পে যারা আবেদন করেছেন সকলেই পরিষেবা পেয়েছেন। উনি যদি না পেয়ে থাকে পরে আবেদন করলে পেয়ে যাবেন। তবে রাজনৈতিক রং দেখে কিছু করা হয়নি বলে তিনি জানান।