ভূয়ো বিদ্যুৎ বিভাগের লোক সেজে চুরির চেষ্টা; ধৃত পাঁচ।
বাঁকুড়াঃ- এক আশ্চর্য চুরির ঘটনা এবং বমাল ধরা পড়লো দুষ্কৃতিরা। গতকাল সন্ধ্যার একটু আগে, রাস্তায় পুলিশের টহলদারি ভ্যানটি যখন রাধানগর কর্মতীর্থের কাছে, কয়েকজনকে একটি পিক আপ ভ্যান থামিয়ে ইলেকট্রিক পোল কাটতে দেখে দাঁড়িয়ে যায়। পুলিশ যখন তাদের কাছে জানতে চায় তারা কারা, সেই লোকগুলি জানায় তারা ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোক।
তাদের চালচলনে পুলিশের সন্দেহ হওয়াতে তারা বিদ্যুৎ দপ্তরে খবর নিয়ে জানতে পারে তাদের এরকম কোন টীম ওখানে যায়নি। চোরগুলি বুঝতে পারে তারা ফেঁসে গেছে। পালানোর চেষ্টা করে তারা। এরপর গ্রামবাসী ও পুলিশের যৌথ চেষ্টায় ধরা পড়ে পাঁচজন চোর। তাদের নিয়ে যাওয়া হয় রাধানগর ফাঁড়িতে। দীর্ঘ জিজ্ঞাসাবাদে জানা যায়, একজনের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগণার মৈপিঠ কোস্টাল থানা এলাকায় আর চারজনের বাড়ি বাঁকুড়ার পাত্রসায়েরে।
ওরা বিভিন্ন সময়ে ইলেকট্রিক কন্ট্রাক্টরদের কাছে কাজ করে, আর সুযোগ পেলে চুরি করে। পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গাড়ি সহ চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। আজ আদালতে পাঠানো হবে। রিমান্ডে নিয়ে আরো তথ্য উদঘাটনের চেষ্টা করা হবে।