এগরা বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার ভানু বাগ, কোথায় লুকিয়ে ছিলেন তিনি?

গ্রাম বাংলা ডিজিট্যাল ডেস্কঃ  মঙ্গলবার বাজি তৈরির কারখানায় এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে পূর্ব মেদিনীপুরের এগরা। ঐ বিস্ফোরণের ঘটনায় ৯ জনেরও বেশী মানুষের মৃত্যু হয়েছে বলে দাবী করেছেন স্থানীয় মানুষেরা। আর এই অবৈধ বাজি তৈরির কারখানার মালিক ভানু বাগ ঐ বিস্ফোরণের ঘটনার পর থেকেই ছিলেন বেপাত্তা। অবশেষে সেই ভানু বাগ, তার ছেলে পৃথ্বীজিত বাগ ও তার ভাইপোকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে ওড়িষ্যার কটক থেকে গ্রেফতার করা হয়েছে এই তিনজনকে।

বাজি কারখানার বিস্ফোরণে গুরুতর আহত হয়েছিলেন ভান বাগও। তবে চতুর ভানু বাগ সেই অবস্থাতেও গাড়ীতে করে চলে যান ওড়িষ্যা। CID এর একটি তদন্তকারী দল ওড়িষ্যার কটক থেকে গ্রেফতার করে তাদের। তবে গুরুতর আহত থাকায় কটকের একটি হাসপাতালে আপাতত চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয়েছে। শারীরিক অবস্থার উন্নতি হলে ট্রানজিট রিমান্ডে তাকে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হবে বলে প্রসাশন সূত্রে খবর।

কে এই ভানু বাগ? স্থানীয় সূত্রে খবর, বাম আমলে CPIM এর নেতা ছিলেন ভানু বাগ। পরে ২০১১ সালে তৃনমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর জোড়াফুলের পতাকা ধরেন তিনি। এলাকায় বেশ দাপুটে নেতা ছিলেন তিনি। ২০১৩ সালে গ্রাম পঞ্চায়েত এর সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি। আর সেই রাজনৈতিক প্রভাবেই বাজি কারখানার জায়গা করে নেন তিনি। এমনই অভিযোগ গ্রামবাসীদের।

এর আগে, বছর ১৫ আগেও এগরায় বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। অভিযোগ, সেই দুর্ঘটনায় প্রাণ যায় ভানু বাগ এর ভাই বাদল বাগের। তবে দমে যাননি ভানু বাগ। এবার তিনি বাজি কারখানা করেন বাড়ী থেকে দূরে এগরা ব্লকের সাহাড়া গ্রামে। এক বছর আগে এক দুর্ঘটনার জেরে গ্রেফতার হয়েছিলেন ভানু বাগ। তবে কোর্ট থেকে বেল পেয়ে যান তিনি। তারপর আবার ফুলে ফেঁপে উঠেছিল ভানু ভাগের অবৈধ বাজি কারখানা। তবে কি ভাবে চলছিল এই অবৈধ কারখানা? উঠেছে প্রশ্ন। তবে এলাকার জনগন ক্ষোভে ফুঁসছেন এই বিস্ফোরণের ঘটনায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *