হাওড়ার ডোমজুড়ে অভিষেকের জন সংযোগ যাত্রা।
হাওড়াঃ- তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাওড়ায় জন সংযোগ যাত্রা কার্যত মানুষের জনপ্লাবনে পরিণত হলো। রবিবার বিকেল ৫টা নাগাদ ডোমজুড় বিধানসভার সলপ থেকে বিশাল ওই রোড শো শুরু হয়। সেখানে হাজার হাজার কর্মী-সমর্থক অভিষেকের সঙ্গে ওই রোড শো’তে পা মেলান। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়, বিধায়ক সীতানাথ ঘোষ, হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক কল্যাণ ঘোষ, বিধায়ক ডা: রানা চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে রাস্তার দু’ধারে উপচে পড়েছিল মানুষের ভিড়। ফুল দিয়ে ফুলের মালা দিয়ে সকলেই অভিষেককে শুভেচ্ছা জানান। হাজার হাজার মানুষকে সামাল দিতে নিরাপত্তা রক্ষীদের কালঘাম ছোটে এদিন। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় গাড়ির মাথায় উঠে হাত নাড়তে নাড়তে মানুষকে শুভেচ্ছা এবং প্রীতি নমস্কার জানান। এই রোড শো শেষ হয় ডোমজুড়ের বিডিও অফিস ময়দানে। সেখানেই রয়েছে অধিবেশন এবং ভোটাভুটি পর্ব। ডোমজুড়, সলপ, বাঁকড়া, মাকড়দহ, জগাছা, বেগড়ী, মহীয়াড়ী, বালি-জগাছা, দূর্গাপুর, অভয়নগর সহ বিভিন্ন ব্লক থেকে কর্মীরা এদিন অভিষেকের জন সংযোগ যাত্রায় যোগ দেন।