বেপরোয়া মিনিবাসের ধাক্কায় গুরুতর জখম বাইক আরোহী।
হাওড়াঃ- সোমবার সকালে আসানসোল-চিত্তরঞ্জন রোডের উপর হিন্দুস্তান কেবলস ডিএভি স্কুল সংলগ্ন এলাকায় বেপরোয়া মিনিবাসের ধাক্কায় গুরুতর জখম হলেন এক বাইক আরোহী। বাসের সঙ্গে সংঘর্ষে বাইক আরোহীর বাঁ হাত ভেঙে টুকরো হয়েছে। মাথায় আঘাত গুরুতর, সেখানে সেলাই দিতে হয়েছে। এছাড়াও শরীরের বিভিন্ন অংশ কেটে ছড়ে রক্তপাত যথেষ্ট হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ বাসটিকে আটক করেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তেজিত জনতা বেশ কিছুক্ষণ হিন্দুস্তান কেবলস রোড অবরোধ করেন।
যদিও অফিস টাইম, স্কুল টাইমের কথা মাথায় রেখে পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব মাহাতো সহ স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব ও পুলিশের হস্তক্ষেপে অবস্থা দ্রুত স্বাভাবিক হয়। আহত ব্যক্তির নাম কৃষ্ণা মাহাতো (২৮)জোড়বাড়ির বাসিন্দা বলে জানা গেছে।