পলাশবাগান থেকে যুবকের মৃতদেহ উদ্ধার; এলাকায় চাঞ্চল্য।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির বিষ্ণু বিহার এলাকার বাসিন্দা বিট্টু সাউ(২৭) নামে এক যুবকের মৃতদেহ পলাশবাগান জঙ্গলের থেকে উদ্ধার ঘিরে সোমবার রাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তার শরীরে রক্তের চিহ্ন রয়েছে বলে মৃতের পরিবার এর পক্ষ থেকে জানা যায়।
বিক্রম সাউ নামে তার এক ভাই তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে এমারজেন্সি বিভাগের চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে ডিসি অভিষেক মোদী, ACP কুলটি সুকান্ত ব্যানার্জী সহ কুলটি থানার পুলিশ উপস্থিত। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।