টিকিয়াপাড়া রেল ইয়ার্ড সংলগ্ন এলাকায় যুবকের দেহ উদ্ধার।
হাওড়াঃ- টিকিয়াপাড়া রেল ইয়ার্ড সংলগ্ন এলাকায় যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। হাওড়ার টিকিয়াপাড়ায় রেল ইয়ার্ডের পাশের খালে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম বজরঙ্গি রাউত (৩৮)। মঙ্গলবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে আসে আরপিএফ ও স্থানীয় থানার পুলিশ। খুন করে ফেলা হয়েছে না অন্য ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে।