বিগত বছরের মতো এবারও অনুষ্ঠিত হল পুস্তক বিতরণ কর্মসূচী।
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ দিনাজপুরঃ- বিগত বছরের মতো এ বছরও, আর্থিক দিক থেকে দূর্বল কয়েকশো ছাত্রছাত্রীদের মধ্যে বই বিতরণ করা হল। নওপাড়া তিওর সমাজ উন্নয়ন সমিতির পক্ষ থেকে পড়ুয়াদের বই বিতরণ করা হয় বিমলা সুন্দরী মেমোরিয়াল বুক ব্যাঙ্ক-এর মাধ্যমে। এ বছর ১৬ বছরে পড়লো এই পুস্তক বিতরণ কর্মসূচী।
তিওরে এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস, জেলার বিশিষ্ট শিক্ষাবিদ নবকুমার দাস প্রমূখ। এদিন সেখানে স্থানীয় এবং আশপাশের ২৪০ জন পড়ুয়াকে পাঠ্য পুস্তক দেওয়া হয়েছে।
এই সমিতির কর্মকর্তা অমূল্যরতন বিশ্বাস জানান, পরিবারের আর্থিক সমস্যায় বই কিনতে পারেনা বহু পড়ুয়া । বই এর অভাবে যাতে তাদের পঠনপাঠন বন্ধ না হয়ে যায়, তার জন্য আমাদের এই পরিকল্পনা শুরু হয়েছিল ১৬ বছর আগে। যা প্রতিবছর নিয়ম করে চলে আসছে। এজন্য আমরা একটি বুক ব্যাঙ্কও তৈরি করেছি।