লক্ষের দিকে আরো একধাপ এগিয়ে গেল চন্দ্রযান-৩.

গ্রাম বাংলা ডিজিট্যাল ডেস্কঃ- সাফল্যের দিকে আরো একধাপ এগিয়ে গেল চন্দ্রযান – ৩। ভারতীয় মহকাশ গবেষণা সংস্থা ISRO আজ এক ট্যুইট বার্তায় জানিয়েছে একটি স্বল্প সময়ের ফায়ারিং সংগঠিত করে চন্দ্র পৃষ্ঠের দিকে সফলভাবে আরো একধাপ এগিয়ে দেওয়া হল।

একটি লুনার মেনুভারের মাধ্যমে বর্তমানে চন্দ্রযান – ৩ কে 153 X 163 কিলোমিটারের কক্ষপথে স্থাপন করা হয়েছে। এরই সাথে ISRO আবারো ঘোষনা করেছে পরিকল্পনা মতো প্রপালশন মডিউল এবং ল্যান্ডার মডিউল পৃথক হওয়ার জন্য প্রস্তুতি সেরে ফেলেছে। আগামী কাল 17ই আগস্ট প্রপালশন মডিউল এবং ল্যান্ডার মডিউল কে পৃথক করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *