বড় অগ্নিপরীক্ষায় সফল হল চন্দ্রযান – ৩।

গ্রাম বাংলা ডিজিট্যাল ডেস্কঃ- আজ এক বড় অগ্নিপরীক্ষায় সফল হল চন্দ্রযান – ৩। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী প্রপালশন মডিউল ও ল্যান্ডার মডিউলকে পৃথক করা হয়েছে। ISRO সূত্রে আজ এখবর পাওয়া গেছে। ল্যান্ডার মডিউলকে প্রপালশন মডিউল থেকে কিছুটা নিম্নতর কক্ষপথে প্রতিস্থাপিত করা হয়েছে। এই মুহূর্তে চন্দ্রযানের কক্ষপথের পরিধি – 163 km x 153 km.

এই মুহূর্তে চাঁদের কক্ষপথে ভারতের তিনটি উপগ্রহ প্রদক্ষিণ করছে। সেগুলি হল চন্দ্রযান -২ এর অরবিটার মডিউল, চন্দ্রযান – ৩ এর প্রপালশন মডিউল এবং চন্দ্রযান – ৩ এর ল্যন্ডার মডিউল। ISRO সূত্রে এও জানা গেছে আগামী কাল অর্থাৎ ১৮ তারিখ বিকেল ৪টায় আরো একবার ডি -বুষ্টিং করে চন্দ্রযানের ল্যান্ডারকে চাঁদের কাছাকাছি কক্ষপথে স্থাপন করা হবে বলে পরিকল্পনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *