অটো ও টোটো চালকদের মধ্যে হাতাহাতি, উত্তেজনা এলাকায়।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- অটো ও টোটো চালকদের হাতাহাতির ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আসানসোল দক্ষিণ থানার হটন রোডে মোড়ের ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌচ্ছায়। জানা গিয়েছে এদিন হটন রোডে মোড়ে পার্কিং করা নিয়ে অটো ও টোটো চালকদের মধ্যে বিবাদ হয়। এরপর দুপক্ষ হাতাহাতিতে ছড়িয়ে পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।