রামনবমী উপলক্ষে বিশেষ সভা।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- আসন্ন রামনবমী উপলক্ষে পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এলাকার রামনবমীর আখড়া কমিটি গুলির ও রাজনৈতিক দলের লোকেদের নিয়ে এক প্রশাসনিক বৈঠক হয় পাণ্ডবেশ্বর থানার পুলিশের পক্ষ থেকে। পাণ্ডবেশ্বর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রবীন্দ্রনাথ দলুই সহ পুলিশ অফিসাররা এই বৈঠকে উপস্থিত ছিলেন ।
এছাড়াও ছিলেন ACP অন্ডাল ওমর আলী মোল্লা। এই বৈঠকে রাজনৈতিক ব্যক্তিত্বরা ছাড়াও সবধর্মের মানুষের উপস্থিত ছিলেন বৈঠকে বলে জানা যায়। এই বৈঠক একটা বেসরকারি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়!