স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য ক্যানোপি সেট।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য আসানসোল পৌর নিগমে করে দেওয়া হল তিনটি ক্যানোপি সেট। ঐ স্টলগুলি থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের বানানো বিভিন্ন সামগ্রী বিক্রি করতে পারবেন। বাস স্ট্যান্ড, বাজার, জনবহুল এলাকা ও বিভিন্ন মেলায় এই ক্যানোপি সেট লাগিয়ে ব্যবসা করতে পারবে।
এর ফলে একদিকে যেমন স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলারা উপকৃত হবে অন্যদিকে যেসব মানুষ এইসব মালপত্র কিনবেন তারা কম দামে জিনিস পাবেন। এই তিনটি ক্যানোপির উদ্বোধন করলেন এম আই সি ইন্দ্রানী মিশ্র সঙ্গে ছিলেন এলাকার অন্যান্য বোরো চেয়ারম্যান সমেত কাউন্সিলরেরা।