রাবারের তৈরী হাতকে মানুষের কাটা হাত বলে ভ্রম, চাঞ্চল্য হাওড়ার ব্যাঁটরায়।
হাওড়াঃ- ব্যাঁটরায় ড্রেন থেকে মিলেছিল কাটা হাত। এই নিয়ে বুধবার দুপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পরে সেটি থানায় এনে পরীক্ষা করে দেখা যায় এটা রাবারের তৈরী। সম্ভবত ল্যাবরেটরিতে ব্যবহারযোগ্য সেটি। এদিন হাওড়ার ব্যাঁটরার দেশপ্রাণ শাসমল রোডে একটি বেসরকারি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনে হাইড্রেন থেকে মিলেছিল ওই ‘কাটা হাত’। প্রথমে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ব্যাঁটরা থানার পুলিশ। ব্যাঙ্ক কর্মীদেরও নজরে আসে পুরো ঘটনা। হাতের একটি আঙ্গুলও কাটা ছিল বলে খবর রটে যায়।
ওই ‘কাটা হাত’ দেখতে প্রচুর মানুষের ভীড় জমে যায়। পুলিশ এসে সেটি উদ্ধার করে নিয়ে থানায় যায়। পরে থানায় আনার পর সেটি পরীক্ষা করে ভুল ভাঙে সকলের। দেখা যায় এটা মানুষের কাটা হাত নয়। এটা রাবারের তৈরী নকল হাত। পুলিশের অনুমান এটি ল্যাবরেটরিতে ব্যবহারযোগ্য। কেউ তা ব্যবহারের পর ড্রেনে ফেলেছিল।