কয়লা পরিনত হল পাথরে, ধৃত দুটি ডাম্পার।

সৌমিত্র গাঙ্গুলি, সালানপুর, পশ্চিম বর্ধমানঃ- ইসিএলের কয়লা পরিবহনের সময় পাথরে পরিনত হলো। গত সোমবার একবার পুনরায় আবারো ইসিএলের কয়লা খনি থেকে উত্তোলিত কয়লা বনজিমারি রেলওয়ে সাইডিং এ রেক লোডিং এর জন‍্যে নিয়ে যাওয়ার সময় অবৈধ কয়লার কারবারীদের হাতে পাথরে পরিণত হয়। আশ্চর্য হওয়ার কিছু নেই। এই ঘটনা প্রথমবার নয়। এর আগেও বেশ কয়েকবার এই ধরণের ঘটনা সামনে এসেছে। যেখানে ইসিএলের সুরক্ষা বিভাগের তৎপরতা ও সক্রিয়তার কারণে ডাম্পার চালক ও মালিকের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের ফলে কিছু পরিমান কয়লা পাচার বন্ধ হয়েছে, সেখানেই কয়লা পাচারকারীরা সুযোগের সদব‍্যবহার করে মাঝে মাঝেই কয়লার জায়গায় পাথর বোঝাই করে কয়লা চুরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত সোমবার এরকমই একটি ঘটনা সামনে এসেছে।

খবর সূত্রে জানা গেছে ইসিএলের ইটাপাড়া কোলিয়ারি থেকে ১৫ এপ্রিল রবিবার রাতে দুটি WB 455675 ও WB 53C2311 নম্বরের ডাম্পারে বনজিমারি সাইডিং এর জন‍্যে কয়লা ভরে চালান করা হয়। কিন্তু ডাম্পার দুটি জুবিলি-চৌরঙ্গি রুটে জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় গাড়ি দুটিতে থাকা ইসিএলের জিপিএস সিস্টেম এর ওপর কলকাঠি করা হয়। তারপরেই দুটি গাড়িতে থাকা ৪৮ টন কয়লা পাথরে পরিণত হয়। ঘটনার প্রেক্ষিতে সালানপুর থানায় ১৭/৪/২৩ এ ৭৪/২৩ ধারায় অভিযোগ দায়ের করা হয়। ইসিএলের সুরক্ষা দল গাড়ির চালকদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পাশাপাশি ঘটনার তদন্তের স্বার্থে পুলিশ ধৃতদের আসানসোল আদালতে পেশ করে ৭ দিনের জন‍্যে নিজেদের হেফাজতে নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *