সি পি আই(এম) প্রার্থীকে মনোনয়ন তুলে নেওয়ার হুমকি? অভিযোগ বিধায়কের বিরুদ্ধে।
ঘাটাল, পশ্চিম মেদিনীপুর: রবিবার রাতে ঘাটাল ব্লকের পাটনাই এলাকার সিপিআইএম প্রার্থী অর্চনা কপাটের বাড়ি গিয়ে মনোনয়ন প্রত্যাহারের হুমকি দিলেন ঘাটালের বিধায়ক, বলে অভিযোগ। সিপিআইএম প্রার্থী অর্চনা কপাট কোনরকমে বাড়ি থেকে বেরিয়ে সিপিআইএম পার্টি অফিসে আশ্রয় নিয়েছেন। সাথে রয়েছে একটা দুধের শিশু এবং বছরখানেকের এক ছেলে।
অর্চনা কপাট ঘাটাল ব্লকের আজবনগর 1 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আনন্দপুর ৫ নম্বর আসনের সিপিআইএম প্রার্থী। সিপিআইএম প্রার্থী অর্চনা কপাট জানান ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কোপাট রাতে তাদের বাড়ি গিয়ে তাকে মনোনয়ন প্রত্যাহারের জন্য হুমকি দিয়ে আসেন। এবং কুড়ি তারিখের মধ্যে মনোনয়ন প্রত্যাহারের কথাও বলে তিনি বলে অভিযোগ। সম্পর্কে ওই সিপিআইএম প্রার্থী বিজেপি বিধায়কের বৌমা বলে জানান তিনি। দীর্ঘদিন ধরেই তিনি বিজেপির সাথে যুক্ত ছিলেন। পঞ্চায়েত নির্বাচনে বিধায়ক তাকে প্রার্থী করার কথা দিয়েছিলেন কিন্তু তার বদলে প্রার্থী করা হয়েছে অন্য একজনকে তাই তিনি বিজেপি ছেড়ে সিপিএম এগিয়ে মনোনয়ন জমা দিয়েছেন। বিজেপি বিধায়কের হুমকির ভয়ে বাড়ি ছাড়া হলেও তিনি জানান তিনি প্রার্থী পদ প্রত্যাহার করবেন না।
যদি এ বিষয়ে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন এটা সম্পূর্ণ মিথ্যা বিজেপিকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে