দীর্ঘ টানাপোড়েনের অবসান, মাসিলা পঞ্চায়েতে বোর্ড গড়ল শাসক দল তৃণমূল।
হাওড়াঃ- দীর্ঘ টানাপোড়েনের অবসান, মাসিলা পঞ্চায়েতে বোর্ড গড়ল শাসক দল তৃণমূল। অবশেষে বিধায়ক এবং প্রধানের টানাপোড়েনের অবসান ঘটলো। হাওড়ার সাঁকরাইল ব্লকের মাসিলা পঞ্চায়েতে বোর্ড গঠন করল শাসক দল তৃণমূল কংগ্রেস। এবং নির্বাচিত সদস্যদের সমর্থনে প্রধান নির্বাচিত হলেন গড়াই খান। তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ভালো জিনিস পেতে গেলে কষ্ট একটু করতে হয়। নির্বাচিত সদস্যরা আমাকে প্রধান হিসেবে বেছে নিয়েছেন। পাঁচ বছর ধরে মাসিলায় কাজ করেছি বলেই তো মানুষ আবার তৃণমূল কংগ্রেসকেই সমর্থন করেছেন। সমস্যা যা ছিল তা দলের মধ্যেই জানাব। পার্টির কথা পার্টির মধ্যেই থাক। মিডিয়ায় কিছু জানাব না। গণতান্ত্রিক উপায়ে মানুষের রায় নিয়ে নির্বাচিত হয়েছি। মানুষের জন্য কাজ করতে চাই।