কয়লাকান্ডে ধৃত ইসিএলের প্রাক্তন ডিরেক্টর এর জেল হেফাজত।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- কয়লাকান্ডে ধৃত ইসিএলের প্রাক্তন ডিরেক্টর সুনিল ঝা ও সিআইএসএফ ইন্সপেক্টর আনন্দ কুমার সিংয়ের চারদিন সিবিআই হেফাজতের পর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। আগামী ২৯ তারিখ এই দুজনকে ফের সিবিআই আদালতে তোলা হবে। এদিন ধৃতদের আইনজীবী জামিনের আবেদন জানালেও তা নাকচ করা হয় । নির্দৈশ দেওয়া হয় ১৪ দিনের জেল হেফাজতের। অন্যদিকে সিবিআই এর আইনজীবী এদিন আদালতের কাছে জানান ধৃতদের জিজ্ঞাসাবাদ করে যা কিছু তথ্য মিলেছে সেই সব কিছুর তদন্ত এখনো শেষ হয়নি। ধৃতরা নিজেদের এলাকায় প্রভাবশালী। জামিন পেলে তদন্ত কাজ প্রভাবিত হতে পারে। দু’পক্ষের যুক্তি শোনার পর এদিন ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।