শুভেন্দু অধিকারী কে ঘিরে “ঘাঘর ঘেরা” কর্মসূচী কুড়মীদের।
সঞ্জয় ঘটক, বাঁকুড়াঃ- দিলিপ ঘোষের করা মন্তব্যের জেরে ফুঁসছেন কুড়মীরা। তারই বহিঃপ্রকাশ দেখা গেল আজ। আজ বাঁকুড়ার সিমলাপালে শুভেন্দু অধিকারীর একটি জনসভা ছিল। সারেঙ্গা থেকে পি. মোড় হয়ে সিমলাপালে যাওয়ার পথে শুভেন্দু অধিকারীকে আটক করে “ঘাগর ঘেরা” কর্মসূচী পালন করলেন কুড়মী সম্প্রদায়ের মানুষেরা।
বিরোধী দলনেতা গাড়ী থেকে নেমে তাদের সাথে কথা বলেন। কুড়মী সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিরা শুভেন্দু অধিকারীকে তাদের দাবী দাওয়ার কথা বলেন। বিরোধী দলনেতা কুড়মী সম্প্রদায়ের প্রতিনিধি দলকে কলকাতায় তার অফিসে দেখা করার কথা বলেছেন।