সাপে কাটা ব্যাক্তির আরোগ্য কামনায় মনসা পুজো যজ্ঞ; উপস্থিত পুরপিতা।

সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম মেদিনীপুরঃ-  কুলটির হাতিনল গ্রামে সাপে কামড়ানো এক ব‍্যক্তির আরোগ‍্য কামনায় মনসা পুজো যজ্ঞের আয়োজন। ঘটনা সূত্রে আসানসোল পুরনিগমের ১০৩ নং ওয়ার্ড তথা হাতিনল গ্রামের মুখার্জি পরিবারের সদস‍্য প্রভাত মুখার্জিকে শনিবার রাতে ঘরের মেঝেতে শোয়ার দরুন একটি কালাচ সাপে কামড়ায়। বাড়ির লোক বুঝতে পেরে প্রথমে তাকে বরাকরের এক বেসরকারি স্বাস্থ‍্যকেন্দ্রে নিয়ে যায়। কিন্তু সেখানে স্বাস্থ‍্যের অবনতি হওয়ায় প্রায় তিনঘন্টা পরে আসানসোল জেলা হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসকেরা চিকিৎসা শুরু করলেও রোগীর স্বাস্থ‍্যের অবনতির কারণে এক প্রকার ঘুরিয়ে জবাব দিয়ে দেন। এই পরিস্থিতিতে পরিবারের সদস‍্যরা বিচলিত হয়ে দৈবশক্তির ওপর আস্থা রাখতে শুরু করেন।

যে কারণে সোমবার হাতিনল গ্রামের মনসা মন্দিরে সোমবার পূজা পাঠ ও যজ্ঞের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন স্থানীয় পুরপিতা তারকনাথ ধীবর ও প্রাক্তন পুরপিতা সাধন পাল ও পরিবারের সদস‍্যরা। তারা জানিয়েছেন, চিকিৎসকেরা এক প্রকার জবাব দিয়েছেন বলেই এই দৈব আরাধনার ব‍্যবস্থা। তবে হাসপাতাল সূত্রে খবর, সাপে কাটা ওই রোগী চিকিৎসায় সাড়া দিতে শুরু করেছেন এবং অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *