কালবৈশাখীর ঝড়বৃষ্টিতে হাওড়া গ্রামীণ এলাকায় মৃত ২।
হাওড়াঃ- সোমবার সন্ধ্যের কালবৈশাখীর ঝড়বৃষ্টিতে হাওড়া গ্রামীণ এলাকায় মৃত ২। প্রাকৃতিক দুর্যোগে হাওড়ার উলুবেড়িয়া ও বাগনানে মৃত দুই।
হঠাৎ ঝড়ে উলুবেড়িয়া বহিরার ছোট আমশায় বাড়ি চাপা পড়ে মারা যান রামচন্দ্র মন্ডল ( ৬০) নামের এক বৃদ্ধ। অন্যদিকে, বাগনানের বরুন্দায় গাছ চাপা পড়ে রজনী ( ৪২) নামের এক মহিলার মৃত্যু হয়। জানা গিয়েছে ঝড় বৃষ্টির সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকার সময় খেজুর গাছ চাপা পড়ে মৃত্যু হয় ওই মহিলার।