সস্ত্রীক কলকাতায় মরিশাসের সপ্তম রাষ্ট্রপতি পৃথ্বীরাজসিং রূপন।
হাওড়াঃ- সস্ত্রীক কলকাতায় এসে সোমবার সকালে উপস্থিত হন বেলুড় মঠে। মঠের সন্ন্যাসীরা তাঁকে স্বাগত জানান। মরিশাসের সপ্তম রাষ্ট্রপতি পৃথ্বীরাজসিং রূপন তিন দিনের ব্যক্তিগত সফরে সস্ত্রীক কলকাতায় এসেছেন। কলকাতা সফরে এসে সোমবার সকালে তিনি হাওড়ায় বেলুড় মঠে আসেন। মঠের সন্ন্যাসীরা তাঁকে স্বাগত জানান। ব্যাটারিচালিত গাড়িতে তিনি মঠের মূল মন্দির সহ মঠ ঘুরে দেখেন।
প্রসঙ্গত, মরিশাসের সপ্তম রাষ্ট্রপতি হিসাবে তিনি সস্ত্রীক তিনদিনের ব্যক্তিগত সফরে কলকাতায় এসেছেন। দক্ষিণেশ্বর মন্দিরেও তাঁর যাবার কথা রয়েছে। কলকাতা পোর্ট ট্রাস্ট-এ মেমোরিয়াল ফর ইনডেনচার্ড লেবারার্স থেকে তাঁকে সম্মাননা দেওয়া হবে বলেও জানা গেছে।