আসানসোলে বিস্ফোরক সৌমিত্র খাঁ।
সৌমিত্র গাঙ্গুলি, আসানসোল, পশ্চিম বর্ধমানঃ- বিজেপির জেলা সাংগঠনিক বৈঠকে আসানসোল জেলা বিজেপি কার্যালয়ে বুধবার উপস্থিত ছিলেন জেলা সভাপতি দিলীপ দে, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, সাংসদ সুরিন্দর জিৎ সিং আলুআলিয়া, দুর্গাপুরের বিধায়ক লক্ষণ ঘড়ুই, কৃষ্ণেন্দু মুখার্জি সহ অন্যান্য আরো অনেকে। এদিন জেলা কমিটির বৈঠকে সামনের নির্বাচনগুলিতে বিজেপি যাতে জেলায় ভালো ফলাফল করতে পারে, সেই নিয়ে আলোচনা হয়। পাশাপাশি জেলা কমিটির বৈঠক শেষে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেন সৌমিত্র খাঁ। তিনি বলেন কয়লা বালি থেকে নিয়োগ দুর্নীতি সবেতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। তাই বাঁকুড়ার মানুষ তাকে চোর বলে সম্বোধন করেছে।
মানুষ বা জনসাধারণের এই তিরস্কারের জন্যই তিনি পুরুলিয়া সফরে সড়ক পথ ছেড়ে হেলিকপ্টার ব্যবহার করবেন। একই সাথে জেলায় জেলায় বোমা বিষ্ফোরণের বিষয়টির কটাক্ষ করে বলেন, মমতা ব্যানার্জি চেয়েছিলেন এই বোমা বিষ্ফোরণ ঘটিয়ে পঞ্চায়েত ভোটে জয়লাভ করতে। কিন্ত গরমের কারণে বোমা ঠিক মত বাঁধা হচ্ছেনা। তাই বিষ্ফোরণ ঘটছে। একই সাথে নবান্নে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও কেজরিয়ালের সাথে মমতা ব্যানার্জির বৈঠক নিয়ে বলেন, তিন চোর এক সাথে মিলিত হয়েছে। দেশ যেভাবে নরেন্দ্র মোদির নেতৃত্বে এগিয়ে চলেছে তা চোরেরা সহ্য করতে পারছে না। তাই তারা সমবেত ভাবে চিৎকার করতে চাইছে।