বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে বুধবার বিনামূল্যে এক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শ্রেষ্ঠানেত্র চিকিৎসালয়ের সহযোগিতায় এই শিবিরের আয়োজন করা হয়। পশ্চিমবাংলা ও ঝাড়খন্ড সীমান্ত ডুবুর্ডি চেকপোষ্টে এই শিবিরটি অনুষ্ঠিত হয়। যেখানে সাধারণ মানুষের সাথে মূলত বাহন চালক ও খালাসিদের চক্ষু পরীক্ষা করা হয়। পাশাপাশি যাদের চোখের জন্য চশমা প্রয়োজন তাদের চশমা প্রদান করা হয়। একই সাথে যাদের অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে তাদের জন্যে আলাদা দিন ধার্য করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলটি ট্রাফিক গার্ডের আধিকারিক শুভেন্দু চ্যাটার্জী, অন্যান্য পুলিশকর্মী ও চিকিৎসক গন।