কবি নজরুলের জন্মদিনে শ্রদ্ধাজ্ঞাপন করলেন বিধায়িকা অগ্নিমিত্রা।

সৌমিত্র গাঙ্গুলি, জামুড়িয়া, পশ্চিম বর্ধমানঃ- আজ ইংরেজির দিন হিসেবে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম দিন। আজকের দিনেই বিদ্রোহী কবি জামুড়িয়ার চুরুলিয়া গ্রামে জন্ম গ্রহন করেছিলেন। এই উপলক্ষে আসানসোলের দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল কবি তীর্থ চুরুলিয়ার এসে কবির এবং কবি পত্নী প্রমীলা দেবীর সমাধি স্থলে শ্রদ্ধা জানান।

এরই সাথে একাডেমি ঘুরে দেখেন, কবির লেখা কবিতা, কবির পরণের পোশাক, বাদ্যযন্ত্র, কবির ব্যবহৃত বিছানা দেখে একদিকে মুগ্ধহন অন্য দিকে দুঃখ প্রকাশ করেন। বর্তমান রাজ্য সরকারের জন্য আজ এই কবি তীর্থ নষ্ট হতে চলেছে বলে জানান বিধায়িকা। এরই সাথে তিনি জানান যে, আজ কবির জন্মদিন অথচ রাজ্য সরকারের তরফে কবির প্রতি সম্মান প্রদর্শনের কোন নমুনা নেই।

এও জানান, কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন; এতো সুন্দর পরিবেশ থেকে সমস্ত কিছু দেখার মতো সেখানে; অথচ আজ এই কবি তীর্থ চুরুলিয়া শেষের মুখে। কেন রাজ্য সরকার এই দিকে কর্ণপাত করেনি? এই বিষয়ে রাজ্যপালকে জানাবো, এরই সাথে কেন্দ্রীয় মন্ত্রির সাথেও কথা বলবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *