রাস্তা ব্যবহার করতে দিতে হবে টাকা; টাকা না দেওয়ায় একঘরে পরিবার।
হাওড়াঃ- দাবি ছিল পঞ্চায়েতের তৈরি পাকা রাস্তা ব্যবহার করতে হলে দিতে হবে টাকা। অভিযোগ, দাবিমতো সেই টাকা না দেওয়ায় কার্যত ‘একঘরে’ করে দেওয়া হয়েছে একটি পরিবারকে। এমনকি, বাঁশের বেড়া দিয়ে আটকে দেওয়া হয়েছে ঘরে ঢোকা বেরনোর রাস্তা।
শুক্রবার মিডিয়ায় এই খবর প্রচারে আসতেই চাঞ্চল্য ছড়ায় হাওড়ার মহিয়াড়ী ২নং পঞ্চায়েতের প্রসস্থ সর্দারপাড়ায়। অভিযোগ, এলাকার ‘প্রভাবশালী’ এক ব্যক্তির দাবি ছিল পঞ্চায়েত তাঁর জমিতে রাস্তা তৈরি করেছে। তাই রাস্তা ব্যবহার করতে হলে দিতে হবে টাকা। কিন্তু দিন আনা দিন খাওয়া পরিবার টাকা দিতে না পারায় সমস্যার মুখে পড়েন।
বেড়া লাগানো হয়। স্থানীয় পঞ্চায়েতে অভিযোগ জানানো হয়। মেলেনি সুরাহা। অগত্যা জলাজমির উপর বাঁশের সাঁকো বানিয়েই চলছে যাতায়াত। এনিয়ে অবশ্য ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে স্থানীয় পঞ্চায়েত।