হোমগার্ড ও এনভিএফ বাহিনীর প্রথম রাজ্য সম্মেলন।

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:- পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে, পশ্চিমবঙ্গ পুলিশে কর্মরত হোমগার্ড এবং এন.ভি.এফ বাহিনীর প্রথম ঐতিহাসিক রাজ্য সম্মেলন শুক্রবার অনুষ্ঠিত হলো পশ্চিম মেদিনীপুর জেলার শহীদ প্রদ্যুৎ স্মৃতি সদনে। ওই সম্মেলনে  উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার  ধৃতিমান সরকার, এস আর পি  খড়্গপুর  জি আর পির শ্রীমতি দেবশ্রী সান্যাল,  কো-অর্ডিনেটর, পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির শান্তনু সিনহা বিশ্বাস , পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনার বিজিতাশ্ব রাউত, কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনর রুহুল আমিন আলী শাহ, ওয়েলফেয়ার কমিটির কেন্দ্রীয় নেতৃত্ব, অবসরপ্রাপ্ত পুলিশ কল্যাণ পর্ষদের কেন্দ্রীয় নেতৃত্ব এবং  পশ্চিমবঙ্গ পুলিশের সমস্ত শাখার হোমগার্ড এবং এন.ভি.এফ এর প্রতিনিধিগণ।

পশ্চিমবঙ্গ পুলিশের কর্মরত হোমগার ও এনভিএফ বাহিনীর প্রথম রাজ্য সম্মেলনে  তাদের বিভিন্ন দাবী দাওয়া নিয়ে আলোচনা করেন  সম্মেলনে উপস্থিত পুলিশ প্রশাসনের আধিকারিকগণ। সম্মেলনে উপস্থিত হয়ে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার  ধৃতিমন সরকার  পশ্চিমবঙ্গ পুলিশের হোমগার্ড ও এন ভি এফ বাহিনীর  রাজ্য সম্মেলনের সাফল্য কামনা করেন। সেই সঙ্গে তিনি  সম্মেলনে  উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *