পানীয় জলের সংযোগ বিচ্ছিন্ন করলো পি এইচ ই।
নিজস্ব সংবাদদাতা, পশ্ছিম বর্ধমানঃ- অবৈধ পানীয় জলের সংযোগ বিচ্ছিন্ন করার কাজ শুরু করলো পি এইচ ই। এদিন সালানপুর এলাকার বিভিন্ন কারখানা, হোটেল পেট্রোল পাম্প, গ্যারেজ সহ বিভিন্ন অবৈধ পানীয় জলের সংযোগ বিচ্ছিন্ন করতে পি এইচ ই দপ্তরের আধিকারিকদের পাশাপাশি স্থানীয় প্রশাসন পুলিশ একযোগে এই অভিযান শুরু করেছে।
পিএইচ ই দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সন্দ্বীপ কুন্ডু জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর – বিভিন্ন জায়গায় অবৈধ পানীয় জলের কানেকশন বিচ্ছিন্ন করা হচ্ছে।
তারই পরি প্রেক্ষিতে সালানপুর কারখানা, পেট্রোল পাম্প সহ বিভিন্ন জায়গায় অবৈধ জলের সংযোগ বিচ্ছিন্ন করার কাজ শুরু হয়েছে। জলের সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি অবৈধ সংযোগকারীদের জরিমানা করা হবে, এমনটাও জানিয়েছেন তিনি।