প্রয়াগ চিটফান্ড মামলায় ইডির হাতে গ্রেফতার সংস্থার কর্ণধার বাসুদেব বাগচী ও ছেলে অভীক বাগচী।
কলকাতাঃ- আর্থিক লাভবান হওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাজার থেকে কোটি কোটি টাকা তোলা এবং সেই টাকা নয় ছয় করার অভিযোগ এই প্রয়াগ। সব মিলিয়ে কয়েকশো কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে এই সংস্থার বিরুদ্ধে। আগেও এই সংস্থার কর্ণধার বাসুদেব বাগচী ও তার ছেলে অভিক বাগচী গ্রেপ্তার হয়েছিল।
মঙ্গলবার সকালে ইডির তল্লাশি অভিযান নিউ আলিপুর সাহাপুর কলোনির বাসুদেব বাগচী ও অভিক বাগচীর বাড়িতে। এছাড়াও শহরের একটি রিসোর্ট রয়েছে তাদের সেখানেও চলে তল্লাশি। তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ এর পর গ্রেফতার করা হয় দুজনকে।