লিলুয়ায় যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ।
হাওড়াঃ- লিলুয়ায় যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ। বুধবার সকালে লিলুয়া পটুয়া পাড়ার একটি গাছে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এলাকার যুবক শুভঙ্কর সাহার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকার মানুষ।
পরিবারের অভিযোগ, মঙ্গলবার রাতে খাওয়ার পর বাইরে বেরিয়ে আর ফেরেনি শুভঙ্কর। অভিযোগ, পাশের এলাকার একদল যুবকের সাথে পুরনো শত্রুতা ছিল তাঁর। তার জেরেই শুভঙ্করকে খুন করে শুভঙ্করের পরনের প্যান্ট দিয়ে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার তদন্তে নেমেছে লিলুয়া থানার পুলিশ।
পুলিশের দাবি, পারিবারিক অশান্তির কারণে ওই যুবক রাতে বাড়ি থেকে বেরিয়েছিল। তবে, এটি আত্মহত্যা না খুন তা খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের অভিযোগকে গুরুত্ব দিয়েই শুরু হয়েছে তদন্ত। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ।