হাওড়ায় জাতীয় সড়কে পৃথক ২টি দুর্ঘটনায় মৃত তিন।
হাওড়াঃ- জাতীয় সড়কে পৃথক ২টি দুর্ঘটনায় মৃত ৩। জানা গেছে, হাওড়ার ১৬নং জাতীয় সড়কে বাগনান ও উলুবেড়িয়ায় বুধবার ভোরে পৃথক ওই দুর্ঘটনা ঘটে। এদিন ভোরে কোলাঘাটের দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিল লোহার পাত বোঝাই একটি লরি।
ভোর তিনটে নাগাদ বাগনান থানার কাছারিপাড়ার কাছে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝখানে ডিভাইডারে ধাক্কা মারলে লরিতে থাকা লোহার পাতে পিষ্ট হয়ে লরি চালকের মৃত্যু হয়। এর পাশাপাশি এদিনই সকালে কোলাঘাটের দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিল একটি লরি। উলুবেড়িয়ার বীরশিবপুরের কাছে লরিটির চাকা ফেটে গেলে গাড়িটি রাস্তার মাঝে দাঁড়িয়ে যায়। সেই সময় লরির পিছনে থাকা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা মারলে ডাম্পার চালকের মৃত্যু হয়।
অপরদিকে, দুর্ঘটনার পর দুইটি গাড়িকে রাস্তা থেকে সরানোর সময় পিছন দিক থেকে আসা একটি ম্যাটাডোর নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারের পিছনে ধাক্কা মারলে ম্যাটাডোর চালকেরও মৃত্যু হয়। পুলিশ তিনটি মৃতদেহ ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে পাঠিয়েছে। এদিকে, দুর্ঘটনার জেরে এদিন জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।