হাওড়ার বেলুড় বাজারে ব্যাটারিচালিত গাড়ির শোরুমে আগুন।
হাওড়াঃ- হাওড়ার বেলুড় বাজারে জি টি রোডের উপর একটি ব্যাটারিচালিত গাড়ির শোরুম সংলগ্ন ব্যাটারি চার্জিং স্টেশনে বুধবার সকালে আগুন লাগে। ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। বেলুড় থানার পুলিশের টহলদারির সময় নজরে পড়ে শোরুম থেকে ধোঁয়া বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেওয়া হয়। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, ওই শোরুমের চার্জিং স্টেশনে ব্যাটারি চার্জ দেওয়ার জয়েন্ট বক্সে আগুন লাগে। বহুতল বিল্ডিংয়ের নিচে আগুন লাগায় আতঙ্কিত হয়ে পড়ে আবাসনের মানুষজন। কালো ধোঁয়ায় ভরে যায় এলাকা। আগুন নেভাতে গিয়ে শোরুম মালিক সামান্য আহত হন বলে জানা গেছে।