আত্মপ্রকাশ করলো বাংলা ভাষায় প্রথম AI নিউজ অ্যাঙ্কর “অপরাজিতা”।

গ্রাম বাংলা ডিজিট্যাল ডেস্কঃ- বর্তমান বিশ্ব জেট গতিতে ছুটে চলেছে প্রযুক্তির দিক দিয়ে। আর সেই গতিকে নতুন মাত্রা দিল AI বা Artificial Intelligence. এই Artificial Intelligence প্রযুক্তিতে Chat GpT, Google Bard, Being ইত্যাদি কোমর বেঁধে নেমে পড়েছে। তবে এই দৌড়ে নতুন মাত্রা যোগ করলো AI নিউজ অ্যাঙ্কর। ভারতে ওড়িয়া ভাষার AI নিউজ অ্যাঙ্কর “লিসা”, কন্নড় ভাষার AI নিউজ অ্যাঙ্কর “সৌন্দর্য”, “মায়া” ইতিমধ্যেই আত্মপ্রকাশ করেছে। এবার আত্মপ্রকাশ করলো বাংলা ভাষার প্রথম  AI নিউজ অ্যাঙ্কর “অপরাজিতা”। বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে গত ১৯ তারিখ পরীক্ষামূলক খবর পড়া শুরু করে বাংলা ভাষার AI নিউজ অ্যাঙ্কর “অপরাজিতা”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *