নির্দল প্রতীকে ভোটে দাঁড়ানো ‘বিক্ষুব্ধ তৃণমূলী’দের মহামিছিলে হাওড়ায় মানুষের ঢল।
হাওড়াঃ- নির্দল প্রার্থীদের সমর্থনে হাওড়ায় মহামিছিলে পা মেলালেন ‘বিক্ষুব্ধ তৃণমূলী’রা। ওই মহামিছিলে মানুষের ব্যাপক সমাগম হয় বলে জানা গেছে। আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বুধবার বালির দূর্গাপুর অভয়নগর ২ অঞ্চলের মনোনীত নির্দল প্রার্থীদের সমর্থনে ‘বালতি’ চিহ্ন এবং ‘আম’ চিহ্নে ভোটে দাঁড়ানো নির্দল প্রার্থীদের মহামিছিল হয় নিশ্চিন্দা অঞ্চলে। বিপুল সংখ্যায় নির্দল প্রার্থীদের সমর্থনে মহামিছিলে হাঁটেন ‘বিক্ষুব্ধ তৃণমূলী’রা। নিরাপত্তার জন্য নিশ্চিন্দা থানার পুলিশ এবং র্যাফ বাহিনী মোতায়ন করা হয় এলাকায়। নির্দল প্রার্থীর সমর্থনে এতো সংখ্যক মানুষ দেখে অবাক হয়েছেন এলাকাবাসীরাও।