“হাঁসালে গো ঠাকুরপো”, অমিত শাহকে কটাক্ষ চন্দ্রিমার।
হাওড়াঃ- বীরভূমের সিউড়ির জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যবাসীর কাছে আগামী লোকসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপিকে ৩৫টি আসনে জেতানোর আবেদন করেছিলেন৷ একইসঙ্গে শাহের হুঁশিয়ারি ছিল, বাংলা থেকে বিজেপি যদি ২০২৪-এ ৩৫টি বা তার বেশি আসনে জয়ী হয় তাহলে ২০২৬ পর্যন্ত বর্তমান তৃণমূল সরকারই থাকবে না৷ বুধবার হাওড়ার আমতায় বাইনানে পঞ্চায়েত ভোটের প্রচারে এসে সেই প্রসঙ্গে শাহকে “হাঁসালে গো ঠাকুরপো” বলে কটাক্ষ করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, “কথায় বলে না, হাঁসালে গো ঠাকুরপো। ঠাকুরপো’রা মাঝেমধ্যে একটু হাসিয়ে যায়। আমাদের বয়স হয়েছে। ওনার বয়স কমই আছে। উনি ঠাকুরপোই হবেন।” সাংবাদিকদের চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “এটা আমি কটাক্ষে না লক্ষ্যে বলেছি জানিনা। কিন্তু উনি যা বলছেন তা তো হাস্যকর কথাই।”
এদিন আমতার বাইনানে রাজ্যের অর্থমন্ত্রী তথা রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পঞ্চায়েত নির্বাচনের প্রচারে আসেন। খাজুট্টি মোড় থেকে বাইনান বাজার পর্যন্ত এদিন পদযাত্রায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল সহ প্রার্থীরা। চন্দ্রিমা ভট্টাচার্য এদিন বাইনান শীতলামাতা স্পোর্টিং ক্লাবের মাঠে জনসভা করেন। তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন।