প্রচন্ড দাবদহে নাজাহাল আসানসোল শিল্পাঞ্চলবাসী।

সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- প্রচন্ড দাবদহে নাজাহাল আসানসোল শিল্পাঞ্চলবাসী। সকাল দশটা এগারোটার পর থেকেই রাস্তাঘাট একপ্রকার শুনশান। অতি প্রয়োজন ছাড়া বাইরে বেরোচ্ছেন না বাসিন্দারা।

যারা বাইরে বেরোচ্ছেন তারা তাদের শরীরকে একটু জিরিয়ে নিতে ভিড় করছেন আখের রস, ডাবের জল, আম পোড়া শরবত বিক্রেতাদের কাছে। সচরাচর লক্ষ্য করা যায়, এই গরমে বহু সংখ্যক মানুষ ডায়রিয়া ও সানস্ট্রকে আক্রান্ত হয়।

এই ব্যাপারে প্রশ্ন করা হলে জেলা হাসপাতাল সুপার নিখিল চন্দ্র দাস বলেন এখনো পর্যন্ত জেলা হাসপাতালে সেরকম কোনো রোগী না এলেও সাধারণ মানুষকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *