সাইক্লোন বিপর্যয় কিভাবে মোকাবিলা করা হবে? মহড়া কেশপুর ব্লকে।

কেশপুর, পশ্চিম মেদিনীপুরঃ- বিপর্যয় মোকাবিলার সময় কিভাবে কাজ করে সিভিল ডিফেন্স থেকে শুরু করে আর্মি! সেই বিষয়ে এক মহড়া অনুষ্ঠিত হলো কেশপুর ব্লকে। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকে অনুষ্ঠিত হলো রাজ্য লেভেল বিপর্যয় মোকাবিলা দপ্তরের এক পক্ষ থেকে সাধারণ মানুষকে কিভাবে সতর্কতা করা হয় এবং কিভাবে উদ্ধার কার্য চালানো হয় সেই প্রক্রিয়ায় প্রাক্টিক্যালি ভাবে করে দেখানো হলো। কেশপুর ব্লকের ব্যবস্থাপনায় আজকের এই মক বিপর্যয় মোকাবিলা অনুষ্ঠিত হলো।

সম্পূর্ণ বিপর্যয় মোকাবিলাতে যেই যেই দফতরের প্রয়োজন হয় প্রত্যেকটি দপ্তরকে সামনে রেখে গ্রামবাসীদের সামনে এই ধরনের অনুষ্ঠান উপস্থাপনা করা হলো। মত বিপর্যয় মোকাবিলায় উপস্থিত প্রশাসনের আধিকারিক, আর্মি, এন  ডি আর এফ, স্বাস্থ্য, ফরেস্ট, পরিবহন পুলিশ, সিভিল ডিফেন্স, আফগ্দা মিত্র, স্বেচ্ছাসেবী সংস্থা ও মিডিয়ার যেই ভূমিকা থাকে সেই ভূমিকা সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়। এমডিএফ এর আধিকারিক বিনয়ী পান্ডে জানান, যখন কোন ঝড় এর বিপর্যয় ঘটে সেই এলাকায় কিভাবে সাধারন মানুষকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এবং সেবা সুশ্রশা করা হয় সে বিষয়ে একটি মহড়া দেওয়া হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *