জেআইএস গ্রুপ’ এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে হাওড়ায় তৈরি জেআইএস স্কুল অফ মেডিক্যাল সায়েন্স, রিসার্চ সেন্টার অ্যান্ড হাসপাতালের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।
হাওড়া:- ‘জেআইএস গ্রুপ’ এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে হাওড়ায় তৈরি হয়েছে জেআইএস স্কুল অফ মেডিক্যাল সায়েন্স, রিসার্চ সেন্টার অ্যান্ড হাসপাতাল। সোমবার হলো উদ্বোধন। এর ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। হাওড়ার সাঁতরাগাছির মৌখালিতে তৈরি হওয়া রাজ্যের নয়া মেডিকেল কলেজের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে কলকাতার আলিপুরের এক অনুষ্ঠান থেকে হাওড়ার এই কলেজের ভার্চুয়াল উদ্বোধন করেন তিনি। স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘জেআইএস গ্রুপ’ এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে জেআইএস স্কুল অফ মেডিক্যাল সায়েন্স, রিসার্চ সেন্টার অ্যান্ড হাসপাতাল। চালু হবে এমবিবিএস কোর্স। আপাতত বছরে দেড়শ আসনে ভর্তি নেওয়া হবে। চলতি শিক্ষাবর্ষ থেকেই চালু হয়ে যাবে নতুন শিক্ষাক্রম। জানা গেছে, পিপিপি মডেলে ‘জেআইএস’ এর এই নতুন স্কুল অফ মেডিকেল সায়েন্স, রিসার্চ সেন্টার অ্যান্ড হাসপাতালের জন্য বিনিয়োগ করা হয়েছে ১,৫০০ কোটি টাকা। এখানে প্রতি বছর ১৫০ জন ছাত্রছাত্রীকে ভর্তি নেওয়া হবে। ২০২৩-২৪ থেকে শুরু হবে তাদের শিক্ষাবর্ষ। প্রায় ৩০ একর জায়গায় ১,২০০ বেডের হাসপাতাল তৈরি করা হচ্ছে। ২০টি ব্লকের প্রতিটিতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। এদিনের অনুষ্ঠানে রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় বলেন, এটা একটা গর্বের বিষয় সকল হাওড়াবাসীর কাছে এরকম একটা ইনস্টিটিউশন তৈরি হলো। জেআইএস গ্রুপকে আমরা ধন্যবাদ জানাই। এই ইনস্টিটিউশন রাজ্য সরকারের সঙ্গে যৌথভাবে তৈরি হলো। আমরা পাশে থেকে সবরকম সহযোগিতা করব। মেডিকেলে পড়ার সুযোগ পাবেন ছাত্র ছাত্রীরা। হাওড়া জেলার মুকুটে আজ একটি নতুন পালক যুক্ত হল। আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য বলেন, অসংখ্য ধন্যবাদ। এরকম একটা মেডিকেল কলেজ হাওড়ায় তৈরি হলো আমরা খুব খুশি। ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ বলেন, আমরা খুব খুশি এরকম একটি শিক্ষা প্রতিষ্ঠান হাওড়ায় তৈরি হলো। জেআইএস গ্রুপ, একটি নামকরা শিক্ষামূলক সংগঠন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সহযোগিতায় জেআইএস স্কুল, মেডিকেল সায়েন্স রিসার্চ সেন্টার অ্যান্ড হাসপাতালের সূচনা করেছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মোডে। জেআইএস গ্রুপ ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’ এ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, সরকারের সাথে একটি মৌ স্বাক্ষর করেছে দেড় হাজার কোটি টাকার বিনিয়োগের সাথে জেআইএস স্কুল অফ মেডিকেল সায়েন্স, রিসার্চ সেন্টার ও হাসপাতাল প্রতিষ্ঠা করতে। এই গ্রুপ পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসেবা এবং চিকিৎসা শিক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিলের অনুমোদন অনুসারে জেআইএস স্কুল অফ মেডিকেল সায়েন্স, রিসার্চ সেন্টার অ্যান্ড হাসপাতাল তার মর্যাদাপূর্ণ এমবিবিএস কোর্সে বার্ষিক ১৫০ জন শিক্ষার্থীকে ভর্তির সুযোগ দেবে যা ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হবে। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেআইএস গ্রুপের এমডি ব্যবস্থাপনা পরিচালক সর্দার তারানজিৎ সিং বলেন, চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে এমন শুভ উদ্যোগের অংশ হতে পেরে আমরা আনন্দিত। আমাদের লক্ষ্য হল একটি বিশ্বমানের চিকিৎসা প্রতিষ্ঠান তৈরি করা যা তরুণ প্রতিভাকে লালন করে এবং ভবিষ্যতের স্বাস্থ্যসেবার আরও মানোন্নয়ন করে। এই উদ্যোগের মাধ্যমে, আমরা পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসেবার অগ্রগতিতে অবদান রাখি। পশ্চিমবঙ্গ সরকার, সম্মানিত ফ্যাকাল্টি সদস্যদের এবং বৃহত্তর সম্প্রদায়ের সমর্থনে আমরা এই অঞ্চলে স্বাস্থ্যসেবা শিক্ষা এবং পরিষেবাগুলিকে রূপান্তর করার জন্য এই মহৎ যাত্রা শুরু করছি।
এদিন হাওড়ায় ওই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়, হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য, হাওড়া পৌরনিগমের মুখ্য প্রশাসক ডা: সুজয় চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী সংগঠক স্বপন ব্যানার্জি, দক্ষিণ হাওড়ার বিধায়ক নন্দিতা চৌধুরী, ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ, হাওড়ার এসডিও তরুণ ভট্টাচার্য, কলকাতা পুরসভার কাউন্সিলর অসীম বোস প্রমুখ। এছাড়াও জেআইএস গ্রুপের তরফে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সর্দার তারানজিৎ সিং সহ জেআইএস গ্রুপের গভর্নিং বোর্ডের সদস্যরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।