সালানপুর ব্লকে নতুন দুটি কমিউনিটি হলের শিল্যানাস ও একটি কমিউনিটি হলের উদ্বোধন।

সৌমিত্র গাঙ্গুলি, সালানপুর, পশ্চিম বর্ধমান:- সালানপুর ব্লকের জিৎপুর উত্তরামপুর পঞ্চায়েত ও আছাড় পঞ্চায়েতের অন্তর্গত দুটি নতুন কমিউনিটি হলের শিল্যানাস ও একটি নতুন কমিউনিটি হলের উদ্বোধন করলেন আড্ডার চেয়ারম্যান তাপস ব্যানার্জী এবং বারাবনি বিধায়ক তথা আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়। এদিন তারা সর্ব প্রথম জিৎপুর গ্রামের মধ্যে এ ডি ডি এ ফান্ড দ্বারা প্রায় ১৩ লক্ষ টাকা ব্যয় করে একটি কমিউনিটি হলের শিল্যানাস করেন। তারপর মহুলডাঙ্গা আদিবাসী পাড়ায় এ ডি ডি এ ফান্ড দ্বারা প্রায় ৪৩লক্ষ টাকা ব্যয় করে সুন্দর কমিউনিটি হলের উদ্বোধন করেন। শেষে আছড়া পঞ্চায়েতের অন্তর্গত জোড়বাড়ি নতুন বস্তি গ্রামে এ ডি ডি এ ফান্ড দ্বারা প্রায় ১৩ লক্ষ টাকা ব্যয় করে একটি কমিউনিটি হলে শিল্যানাস করেন।

এদিন আড্ডার চেয়ারম্যান তাপস ব্যানার্জী জানান বারাবনি বিধায়কের কথা মত ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় অত্যন্ত গ্রামীন এলাকায় এই ধরণের উন্নয়ন মূলক কাজ করা হচ্ছে। যাতে গ্রামের মানুষ সুবিধা পায়। তাছাড়া এদিন বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় বলেন বারবার এই গ্রামের মানুষজন আবেদন করতো এলাকায় কমিউনিটি হল করার। তাই এডিডিএ দ্বারা  এই কমিউনিটি হল গুলি করা হচ্ছে। এই গুলি পঞ্চায়েত নির্বাচনের আগেই এসে ছিল কিন্তু নির্বাচনের জন্য আটকে ছিল। আজ অনেক গুলি নতুন কাজের উদ্বোধন ও শিল্যানাস করা হচ্ছে। উন্নয়ন চলছে এবং আগামী কালে আরো বেশি উন্নয়ন হবে। তাছাড়া এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ আরমান, সহ সভাপতি ভোলা সিং ও ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী অপর্ণা রায়, বন্দনা মণ্ডল, সুজিত মোদক সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *