কয়লা শিল্পকে বেসরকারি কোম্পানির হাতে তুলে দেওয়ার প্রতিবাদে INTTUC এর সমাবেশ।

সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলিকে বিলগ্নিকরণ তথা বেসরকারিকরণের প্রতিবাদে ও কয়লা শিল্পকে বেসরকারি কোম্পানির হাতে তুলে দেওয়ার প্রতিবাদে রবিবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কল‍্যাণপুর অঞ্চলের শুভম ম‍্যারেজ হলে তৃণমূলের কয়লা খাদান শ্রমিক কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির এক বৈঠক সমাবেশের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির রাজ‍্য সভাপতি ঋতব্রত ব‍্যানার্জি, রাজ‍্যের আইন মন্ত্রী মলয় ঘটক, আইএনটিটিইউসির জেলা সভাপতি অভিজিৎ ঘটক, তৃণমূলের জেলা সভাপতি নরেন চক্রবর্তী, এডিডিএর ভাইস চেয়ারম‍্যান উজ্জ্বল চ‍্যাটার্জি, জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং সহ আরো অনেকে। এদিনের বৈঠক সমাবেশ শেষে ঋতব্রত ব‍্যানার্জি বলেন, কেন্দ্রের সরকার লোকসভায় ঘোষিত ভাবেই দেশের রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলিকে বিক্রি করে দিতে চাইছে বিশেষ কিছু বেসরকারি কোম্পানির হাতে। যার মধ‍্য কয়লা শিল্প অন‍্যতম। এরই প্রতিবাদে ধারাবাহিক আন্দোলন গড়ে তুলতে এদিন এক কেন্দ্রীয় কমিটির বৈঠক ডাকা হয়। আগামী ৯ তারিখ ঝাঝরা প্রজেক্টে গেট মিটিং হবে। পরবর্তী ক্ষেত্রে প্রতিটি প্রজেক্ট এরিয়া জুড়ে পদযাত্রা হবে। এই সব সিদ্ধান্ত এইদিনের বৈঠকে গৃহীত হয়েছে। অন‍্যদিকে নরেন চক্রবর্তী বলেন, পাণ্ডবেশ্বরের তুলাবনি কোলিয়ারি সহ সোদপুর এরিয়ার পাঁচটি কোলিয়ারিকে বেসরকারি কোম্পানির হাতে তুলে দিতে চলেছে কেন্দ্রের সরকার। এর প্রতিবাদে ধারাবাহিক আন্দোলন গড়ে তুলতে এদিনের বৈঠক আয়োজিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *