আই পি এস এর ইচ্ছে সম্পন্না তিন বিয়ে রুখে দেওয়া মেয়ে পেলো সাহসিকতার সম্মান।
পশ্চিম মেদিনীপুরঃ- নিজেদের ইচ্ছা আই পি এস হওয়া। কিন্তু বাড়িতে চাপ আসে এই বয়সে পড়াশুনা ছেড়ে বিয়ে করে নেওয়ার জন্য। এই তিন সাহসী নাবালিকা যারা নিজেরা বিয়ে করবে না, তারা পড়াশুনা করে বড়ো হয়ে নিজেদের পায়ে দারাবে, এটাও তাদের স্বপ্ন। তাই নিজেদের স্বপ্ন কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাড়ির সিদ্ধান্তের অমতে গিয়ে তারা যোগাযোগ করে স্থানীয় পঞ্চায়েত প্রধান ও বিডিও র সঙ্গে।
এই তিন টি মেয়ে কে আজ জেলাশাসক এর চেম্বার এ এই সিদ্ধান্তের জন্য সাহসিকতার পুরস্কার তুলে দেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশিদ আলী কাদরী। এই নাবালিকা মেয়ে গুলির সাহস আরো বাড়ানোর জন্য উপস্থিত ছিলেন অন্যান্য সরকারি অধিকারীক রাও।
মেয়েগুলি জানান, তাদের বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দেয়, এত তারা এই বয়সে বিয়ে করতে নারাজ। তারা চায় পড়াশোনা করে আগামী দিনে আরো এগিয়ে যেতে। তাদের স্বপ্ন আগামী দিনে আই পি এস হওয়ার।
এদিন জেলা শাসক জানান, এই জেলায় নাবালিকার বিয়ে, নাবালিকার অন্তঃসত্তা হওয়া , পক্সো কেস, এগুলি যাতে কমানো যায় তার জন্য তিনি সচেষ্ট। এছাড়াও আগামী দিনে জেলার স্কুলে স্কুলে যাতে এই বিষয় গুলোর ওপরে ক্যাম্প করা হয়, তার কথাও তিনি জানান।