বেতন ও কাজের দাবীতে বিক্ষোভ VCT ওয়ার্কারদের।

পশ্চিম মেদিনীপুরঃ- বেতন ও কাজের দাবি নিয়ে পৌরসভার গেটের হাতে থালাপাতা ও কাজের সরঞ্জাম নিয়ে বিক্ষোভ প্রদর্শন ভেক্টর কন্ট্রোল টিম অর্থাৎ VCT ওয়ার্কারদের, ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভায়,ওয়ার্কার দের দাবি সারা মাস তাদের কাজ দিতে হবে এবং সঠিক কাজের পারিশ্রমিক দিতে হবে, এই দাবি তুলে বুধবার সকাল থেকে চন্দ্রকোনা পৌরসভার গেট আটকে বসে বিক্ষোভে শামিল হয়েছে ৭২ জন ওয়ার্কার।তাদের আরও অভিযোগ এই ওয়ার্কারদের দিয়ে নিকাশি নালার পরিষ্কার করানোর কাজ করানো হচ্ছিল তবে তার পারিশ্রমিক দেওয়া হচ্ছিল মাত্র ২০০ টাকা, যা বাজার মূল্যে একেবারেই কম,  পারিশ্রমিকের মান আরো বেশি করার দাবিতে এইসব ওয়ার্কাররা বহুবার পৌরসভাকে জানিয়েও কোনো সুরাহা মিলেনি,তারই কারণে এদিন বিক্ষোভে শামিল হয়েছে ভেক্টর কন্ট্রোল টিম অর্থাৎ VCT ওয়ার্কারা, তবে তাদের বক্তব্য তাদের দাবি না মানা হলে তারা এই বিক্ষোভ চালিয়ে যাবে।

অপরদিকে পৌরসভার গেটের সামনে, বিক্ষোভে সামিল হয়েছেন পৌরসভার অস্থায়ী সাফাই দফতরের কর্মীরা, তাদেরও দাবি সঠিক সময়ে তাদের বেতন দেয়া হচ্ছে না, পৌরসভার অন্যান্য কর্মচারীদের  সঠিক সময়ে বেতন হলেও তাদের বেতন দেয়া হচ্ছে না, এই অভিযোগ তুলে পৌরসভার গেটের সামনে বিক্ষোভের শামিল হয়েছে উভয়পক্ষ। বিক্ষোভকারীদের সাথে কথা বলতে উপস্থিত হয়েছেন, পৌরসভার কাউন্সিলারেরা। যদি ওই পৌর কাউন্সিলর গোবিন্দ দাস বলেন, আমরা ওদের সাথে কথা বলছি চেয়ারম্যান সহ সমস্ত কাউন্সিলররা বসে ওদের সমস্যার সমাধানের দ্রুত ব্যবস্থা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *