পূর্ব রেলের প্রিন্টিং প্রেস বন্ধ করার চক্রান্তের বিরুদ্ধে কালাদিবস পালন হাওড়ায়।
হাওড়াঃ- ইস্টার্ন রেলওয়ে প্রিন্টিং প্রেস বন্ধ করার চক্রান্তের বিরুদ্ধে ২৯শে মে সোমবার কালা দিবস পালন করলেন ইস্টার্ন রেলওয়ে মেনস কংগ্রেস ইউনিয়নের সদস্যরা। তাদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার অ্যান্টি লেবার পলিসি প্রয়োগ করার চেষ্টা করছে। শুধু প্রিন্টিং এর ক্ষেত্রেই নয় ইন্ডিয়ান রেলের সব ডিপার্টমেন্টেই একইভাবে তারা পলিসিগতভাবে সবকিছু বন্ধ করতে চাইছে।
এরই প্রতিবাদে আমরা আজ প্রিন্টিং ক্লোজারের বিরুদ্ধে পথে নেমেছি। আগামী জুন এবং জুলাই মাসেও আমাদের বিভিন্ন কর্মসূচি রয়েছে। আমরা বিভিন্ন ডিভিশনে স্টেশনে স্টেশনে আমাদের কর্মসূচি পালন করব। এছাড়া আমাদের দাবি যদি পূরণ না হয় তাহলে আমরা দিল্লি পর্যন্ত আমাদের আন্দোলনকে নিয়ে যাব।