আসানসোলে সিসি টিভি মনিটরিং কন্ট্রোল রুমের উদ্বোধন।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- সোমবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (ট্রাফিক) আনন্দ রায় আসানসোল দক্ষিণ ট্রাফিক গার্ড কার্যালয়ে সিসিটিভি কন্ট্রোল রুম উদ্বোধন করেন। এই অনুষ্ঠান উপলক্ষে, এসিপি ট্রাফিক প্রদীপ মণ্ডল, আসানসোল সাউথ ট্র্যাফিক গার্ড ওসি চিন্ময় মণ্ডল, সঞ্জয় কুমার মণ্ডল, জিতেন্দ্র কুমার শর্মা সহ আসানসোল দক্ষিণ ট্রাফিক গার্ডের সমস্ত কর্মী এবং সিভিক পুলিশের কর্মীরা উপস্থিত ছিলেন।
ডিসিপি ট্রাফিক আনন্দ রায় ফিতে কেটে এবং কন্ট্রোল রুমের সাইনবোর্ড উন্মোচন করে কন্ট্রোল রুমের উদ্বোধন করেন। এরপরে, তিনি দক্ষিণ ট্রাফিক ইনচার্জ চিন্ময় মন্ডলের সাথে কন্ট্রোল রুমটি পরিদর্শন করেন এবং যেখানেই সিসিটিভি নিয়ন্ত্রণ করা হবে সেখানে কন্ট্রোল রুম থেকে সমস্ত কিছু পরীক্ষা করে দেখেন।