কয়লা পাচার কান্ডে গ্রেফতার সুনীল ঝাঁ এর ফের জেল হেফাজত।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- পশ্চিম বর্ধমান আসানসোল কয়লা পাচার কান্ডে ইসিএলের প্রাক্তন ডাইরেক্টর টেকনিক্যাল সুনীল কুমার ঝা এবং সিআইএসএফ ইন্সপেক্টর আনন্দ কুমার সিংকে ফের আসানসোল বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়েছিল। সোমবার দুপক্ষের আইনজীবীর শুনানি হয়। অভিযুক্ত পক্ষের আইনজীবীর তরফে জামিনের আবেদন করা হয়েছিল। কিন্তু সিবিআই এর আইনজীবীর তরফে জামিনের বিরোধিতা করা হয়েছে। শেষে বিচারক জামিনের আবেদন খারিজ করে দিয়ে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই মামলার পরবর্তী শুনানি ১২জুন বলে জানা গেছে।