বাংলা ও ঝাড়খন্ড সীমান্তে কালীপুজোর আয়োজন।

সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- আসানসোলের কুলটি থানার অন্তর্গত পশ্চিমবাংলা ও ঝাড়খন্ড সীমান্ত ডুবুর্ডি চেকপোষ্টে পথবন্ধু ও কুলটি ট্রাফিকগার্ড পুলিশের সহযোগিতায় কালীপুজোর আয়োজন। এই বছর থেকে শুরু হতে চলেছে এই কালীপুজো। পশ্চিমবাংলা ও ঝাড়খন্ড সীমান্ত জাতীয় সড়কের ডুবুর্ডি চেকপোষ্টের নাকা পয়েন্টের পাশেই তৈরী হচ্ছে কালীপুজোর মণ্ডপ। পথবন্ধুদের ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশের পক্ষ থেকে এই কালী পুজোর আয়োজন করা হয়।

এই বিষয়ে পথবন্ধু তথা স্থানীয় ব্যাক্তি অমর ব্যানার্জী বলেন এই যাতীয়সড়কের সীমান্তবর্তী এলাকায় প্রায় সময় কোনো না কোনো পথদুর্ঘটনা ঘটছেই। তবে কুলটি ট্রাফিক গার্ড পুলিশ সে ক্ষেত্রে তৎপর রয়েছে। তাই সবার মঙ্গলকামনায় এই পুজো অনুষ্ঠিত হবে। এই জাতীয় সড়কের উপর দিয়ে যাতায়াত কারী যানবাহন  চালকরা এই কালীপূজোতে মা কালির প্রতিমার দর্শন করতে পারবে এবং নরনারায়ণ সেবার আয়োজন করা হবে বলে যানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *