আসানসোল রেলস্টেশনের ওভারহেড পোলে চড়লেন এক মধ্যবয়সী, অনেক চেষ্টার পর নামানো হল। ব্যাহত ট্রেন পরিষেবা।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- আজ আসানসোল রেলস্টেশনের কাছে রেলওয়ে ইয়ার্ডের কাছে রেলওয়ের তারের খুঁটিতে উঠে পড়লেন এক মধ্যবয়সী ব্যক্তি। তাকে এভাবে উঠতে দেখে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আরপিএফ ও রেলের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছান। অনেক চেষ্টার পর প্রায় চল্লিশ মিনিট পর বুঝিয়ে নিচে নামানো হলো তাকে। পরে, আরপিএফ তাকে হেফাজতে নিয়েছিল এবং কেন সে এভাবে খুঁটিতে উঠল তা নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। এ ঘটনার জেরে দীর্ঘক্ষণ এ রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়।