হাওড়ার বিভিন্ন গঙ্গার ঘাট পরিদর্শন মন্ত্রীর, ছট পুজোয় তিনটি ঘাট থেকে ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

হাওড়াঃ- কালী পূজা ও ছট পূজা উপলক্ষে হাওড়ায় গঙ্গার বিভিন্ন ঘাট পরিদর্শন করলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী অরূপ রায়। শনিবার সকালে তেলকল ঘাট থেকে শুরু করে শিবপুর পর্যন্ত বিভিন্ন ঘাট পরিদর্শন করেন তিনি। সঙ্গে ছিলেন প্রাক্তন কাউন্সিলর শৈলেশ রাই, তৃণমূল নেতা সুশোভন চট্টোপাধ্যায়, প্রেম প্রকাশ সিং সহ অন্যান্যরা। অরূপ রায় এদিন বলেন, কালীপূজা, দীপাবলি এবং ছট পূজা উপলক্ষে এদিন আমরা গঙ্গার ঘাটগুলো পরিদর্শন করেছি। যেসব ঘাটগুলো ভাঙাচোরা অবস্থায় ছিল সেগুলোর সংস্কার হচ্ছে। কয়েকটি ঘাটের সংস্কারের জন্য সেচ দপ্তরকে ইতিমধ্যেই চিঠি দিয়েছি।

কালী প্রতিমা ভাসানের পর কাঠামো যাতে গঙ্গা থেকে দ্রুত তুলে ফেলা যায় এবং ঘাট পরিষ্কার রাখা যায় তার ব্যবস্থা করা হয়েছে। আগামী ছট পুজোয় যাতে পুণ্যার্থীরা ভালোভাবে ঘাটে এসে পুজো করতে পারেন তারও উদ্যোগ নেওয়া হয়েছে। ঘাটগুলো সংস্কার করা হচ্ছে। ছটপুজোর সময় ওয়ার্ডে ওয়ার্ডে যাদের প্রয়োজন এমন বাড়িতে পৌঁছে নতুন বস্ত্র, পুজোর বিভিন্ন সামগ্রী ছট পুণ্যার্থীদের তুলে দেওয়া হবে। পাড়ায় কর্মীরা ক্যাম্প করবেন। সব আয়োজন করা হচ্ছে এবার। এবার মুখ্যমন্ত্রী হাওড়ার তিনটি ছট পুজোর ( শিবপুর ঘাট, বিচালি ঘাট এবং রামকৃষ্ণপুর ঘাট ) ভার্চুয়াল উদ্বোধন করতে পারেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *